Monday, July 21, 2025

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, যুবক আটক

আরও পড়ুন

নাটোরে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কমেন্টে হুমকি দেয়ায় খোরশেদ আলম (৪০) নামে একজনকে আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ‘বড়াইগ্রামের কন্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেইজে পদযাত্রার অংশ হিসেবে উপজেলার বনপাড়ায় এনসিপির পথসভার প্রচারমূলক একটি লেখা দেয়া হয়। এ লেখার নীচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে ‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি’ লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারি খোরশেদ আলমকে আটক করে।

আরও পড়ুনঃ  যেভাবে সমুদ্রে তলিয়ে গেলেন চবির ৩ শিক্ষার্থী, জানালেন বেঁচে ফেরা ২ বন্ধু

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারি খোরশেদ আলমকে আটক করেছে। আটককৃতর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ