Friday, July 18, 2025

যেসব ফোনে আর কাজ করবে না ক্রোম ব্রাউজার!

আরও পড়ুন

যেসব ফোনে আর কাজ করবে না ক্রোম ব্রাউজার!
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডের কিছু পুরনো ভার্সন সমর্থন করবে না গুগল ক্রোম ব্রাউজার। আগামী আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

কীভাবে প্রভাব পড়বে?
গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ৮ (Oreo) ও অ্যান্ড্রয়েড ৯ (Pie) এবার বিদায়ের পথে। এই অপারেটিং সিস্টেমগুলোতে আর কোনো নতুন আপডেট আসবে না। ন্যূনতম আপডেট পেতে হলেও ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের ভার্সন হতে হবে।

আরও পড়ুনঃ  ফিরছিলেন হজ শেষে, বিমানবন্দরে আ.লীগ নেতা আটক

যাদের ফোনে অ্যান্ড্রয়েড ৮ বা ৯ রয়েছে, আগস্টের পর তারা গুগল ক্রোমের নতুন কোনো সিকিউরিটি আপডেট পাবেন না। যদিও এই ফোনগুলোতে ক্রোম ব্যবহার করা সম্ভব হবে, তবে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকবে। ফলে স্পর্শকাতর তথ্য যেমন ব্যাংকিং অ্যাপ, ই-মেইল, অনলাইন পেমেন্ট ইত্যাদি ব্যবহারে তথ্য ফাঁসের আশঙ্কা অনেকগুণ বেড়ে যাবে।

কেন এমন সিদ্ধান্ত?
গুগল জানিয়েছে, নতুন সফটওয়্যারের নিরাপত্তা ফিচারগুলো পুরনো ভার্সন সমর্থন করে না। তাই ব্যবহারকারীদের দ্রুত অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের ভার্সনে আপডেট করতে বলা হয়েছে। যাদের ফোনে আপডেটের সুযোগ নেই, তাদের নতুন ফোন কিনতে হবে।

আরও পড়ুনঃ  স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে প্রেমিকাকে নিয়ে বসবাস, কী ঘটেছিল জানালেন সেই টুনি

কতজন ব্যবহারকারী ঝুঁকিতে?
তথ্য অনুযায়ী, এখনো বিশ্বজুড়ে প্রায় ৬% মোবাইল ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৯ এবং ৪% ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৮ ও ৮.১ চালাচ্ছেন। গুগলের বার্তা স্পষ্ট “অবিলম্বে ফোনের অপারেটিং সিস্টেম চেক করুন এবং প্রয়োজন হলে ফোন আপডেট করুন, নাহলে বদল করুন।”

যারা অ্যান্ড্রয়েড ৮ ও ৯ ব্যবহার করছেন, তাদের দ্রুত ফোনের সেটিংসে গিয়ে অপারেটিং সিস্টেমের ভার্সন চেক করার পরামর্শ দিয়েছে গুগল। যদি আপডেটের সুযোগ না থাকে, তাহলে নতুন ফোন কেনার কথা ভাবতে হবে। অন্যথায় আগস্টের পর নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে হতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ