Monday, July 21, 2025

শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলার ভেতর ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলাকালে দলটির সদস্যসচিব আখিতার হোসেনকে লক্ষ্য করে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এদিন সন্ধ্যা থেকেই শাহবাগে জুলাই প্রদর্শনী কর্মসূচি পালন করছিল দলটির ঢাকা মহানগর শাখা। ককটেল বিস্ফোরণের পরেও দলটি তাদের কর্মসূচি পালন করেছে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই স্থানে কয়েক দিন আগেও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

সর্বশেষ সংবাদ