Friday, July 18, 2025

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী ও সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ পারভেজ।

মঙ্গলবার চট্টগ্রাম নগরের চকবাজারে এক সদস্য সমাবেশে এই নতুন কমিটি গঠন করা হয়। চলতি বছরের বাকি সময় দায়িত্ব পালন করবেন তারা।

মোহাম্মদ আলী এর আগে শাখা সেক্রেটারি এবং পারভেজ শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুনঃ  পিআর পদ্ধতির পক্ষে অধিকাংশ দল, বাধা দিচ্ছে বিএনপি: চরমোনাই পীর

ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে তিনি নতুন নেতৃত্বকে শপথ পাঠ করান।

শাখা ছাত্রশিবির সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মাদ আলীকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মোহাম্মাদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ