Monday, July 21, 2025

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, আহত ১৪

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের শিকাগোর রিভার নর্থ এলাকায় একটি রেস্তোরাঁর বাইরে ভয়াবহ বন্দুক হামলায় চার জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর।

এই হামলা ঘটে স্থানীয় সময় বুধবার (২ জুলাই) রাতে, আর্টিস রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ নামের একটি স্থানে, যেখানে একজন র‌্যাপারের গানের অ্যালবাম-এর মোড়ক উম্মোচনের অনুষ্ঠান চলছিল। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারী রেস্তোরাঁর বাইরে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে গাড়ি চালিয়ে পালিয়ে যান। খবর লাইভ মিন্টের।

আরও পড়ুনঃ  নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

গুলিবিদ্ধদের মধ্যে ১৩ জন নারী এবং ৫ জন পুরুষ, যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ এবং ২ জন নারী। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতালের মুখপাত্র ক্রিস কিং জানিয়েছেন, তাদের ইমার্জেন্সি বিভাগে একাধিক আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তিনি আহতের সংখ্যা ও অবস্থার বিস্তারিত জানাননি। এই হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

পুলিশের তদন্ত চলছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এটি যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার আরেকটি মর্মান্তিক উদাহরণ হয়ে রইল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ